সরকার পতনের এক দফা আন্দোলন আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক থেকে মজলিসে শূরা দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণের প্রতি সরকার পতনের এক দফা আন্দোলন জোরদারের আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৈঠকে গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলায় যে রায় প্রদান করেছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি।