বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে রাস্তায় নেমে নাচ বাংলাদেশি ফ্যানদের! ইন্টারনেট বলল, "হিংসুটে!"

এইসময় (ভারত) প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১৭:১৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর অনেকটাই বদলে গেছে ভারতীয় ক্রিকেটের ছবি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হেরেছে ভারত। প্রথমে ব্যাট করে 240 রান করেন রোহিত শর্মারা। রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় প্যাট কামিন্সের দল। ম্যাচ হেরে হতাশা লুকাতে পারেনি ভারতীয় দল। চোখের জলে কার্যত মাঠ ছাড়েন মেন ইন ব্লু'র সমর্থকরা। তবে এমন সময়ই উলটো উচ্ছ্বাসের ছবি দেখা গেল বাংলাদেশের সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়া X (আগের টুইটার) এ ভাইরাল হওয়া ভিডিয়োয়* ভারতীয় দলের হারে অস্ট্রেলিয়ার হলুদ জার্সিতে উল্লাস করতে দেখা গিয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের।


CRICFRENZY নামক এক বাংলাদেশি সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত ভিডিয়োয় ভারতের হারে প্রবল উচ্ছ্বসিত দেখায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। ভিডিয়োতে দেখতে পাওয়া বেশ কিছু বক্তব্যে ক্রিকেট সমর্থকদের বলতে শোনা যায়, “বাংলাদেশ জিতলেও এত খুশি হতাম না। ইন্ডিয়াকে হারতে দেখে যত খুশি হয়েছি।” নিজেকে অজিদের সমর্থক দাবি করা আরও এক বাংলাদেশি যুবককে বলতে দেখা যায়, “ভারতকে সবচেয়ে অপছন্দ করি আমরা।” ভাইরাল হওয়া ভিডিয়োটি যত এগিয়েছে, ভারতীয় ক্রিকেটের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের সমর্থকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us