বাংলাদেশের বাজারে নানা ব্র্যান্ডের স্কুটার পাওয়া যাচ্ছে। অনেকের কাছে এ বাহনের পরিচিতি স্কুটি হিসেবে। ব্যবহারকারীরা বলেন, স্কুটার বা স্কুটি তুলনামূলক আরামদায়ক, ফলে রাস্তায় বেশ আয়াসে পথ চলা যায়। খুব বেশি সংখ্যায় গিয়ার-ক্লাচের ঝামেলা নেই। আবার স্কুটারের দামও সাধারণ বাইকের তুলনায় কম।
অনেক ব্যবহারকারীর কাছে আবার গুরুত্বপূর্ণ বিষয়, বসার জায়গা কতটা। স্থানীয় বাজারে পাওয়া যায় এমন মডেলের স্কুটারগুলোতে বসার জায়গাও বেশি। পণ্যও বহন করা যায় বেশি পরিমাণে। এ জন্য অনেকের কাছেই স্কুটারের বেশ চাহিদা রয়েছে। বাংলাদেশে বিশেষ করে নারীদের কাছে স্কুটি বেশি জনপ্রিয় হয়েছে।