সাপ সম্পর্কে অনেকেরই আতঙ্ক রয়েছে। কিন্তু সাম্প্রতিক ভাইরাল ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। এই ভিডিয়োটিতে একজন মানুষ নির্ভীকভাবে একটি বিশাল কিং কোবরার সঙ্গে ছবি তুলছেন। তবে যারা সাপকে খুব ভয় পায়, তাঁদের কাছে এটি একটি খুব ভয়ের ভিডিয়ো বলে মনে হতেই পারে।
ব্যাপক ভাবে ভাইরাল হওয়া ভিডিয়োটি @ sahabatalamreal নামে পরিচিত একজন Instagram ব্যবহারকারী শেয়ার করেছেন। এই ভয়ঙ্কর ক্লিপে একজন মানুষ সাহসের সঙ্গে একটি বিশাল কোবরাকে ধরে আছেন। তাঁর ভঙ্গি দেখে মনে হয় যেন এই ভয়ঙ্কর সরীসৃপগুলির জন্য তাঁর কোনও ভয়ই নেই।