বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে থাকছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেখানের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দূষণের মাত্রা কমাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর চিন্তা করছে পাঞ্জাব কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রাদেশিক পরিবেশমন্ত্রী বিলাল আফজাল ও শিক্ষামন্ত্রী মনসুর কাদিরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে শহরে দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের মূল্যায়ন নিয়ে আলোচনা হয়।