প্রশ্ন: আমি একজন নারী, বয়স ২১ বছর। আমার তলপেটে কয়েক স্থানে ফেটে যাওয়ার মতো কালো দাগ দেখা দিয়েছে। এমনকি তলপেট কিছুটা বড় হয়ে গেছে। পিরিয়ডও নিয়মিত হচ্ছে না। এমন অবস্থায় খুব দুশ্চিন্তায় আছি। দয়া করে সঠিক পরামর্শ দিয়ে উপকার করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: অনেকগুলো কারণে আমাদের, বিশেষ করে মেয়েদের শরীরে স্ট্রেচ মার্ক (ফাটা দাগ) দেখা যেতে পারে। কারণগুলোর মধ্যে অন্যতম হলো কিশোর বয়সে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। গর্ভকালেও সাধারণত এ রকম হয়ে থাকে। আপনার ওজন কত জানাননি। উচ্চতা ও বয়সের তুলনায় ওজন যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে এ সমস্যা হতে পারে।