শীত শীত রাতে লেখাটা যখন লিখছি তখন হাজার মাইল দূরে ভূ-মধ্যসাগরের তীরে চলছে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন নিধনযজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমারু বিমানগুলো মৃত্যুর দূত হয়ে গাজার আকাশে আতঙ্ক ছড়াচ্ছে।কামান, ড্রোন আর ট্যাংকের লক্ষ্যভেদী গোলায় একেরপর এক কংক্রিটের কবরস্থানে পরিণত হচ্ছে বসত-বাড়ি, লোকালয় আর শরণার্থী শিবিরগুলো। বাদ যাচ্ছে না হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল কোনোকিছুই।
কত নিষ্পাপ শিশু, আর নর-নারীর করুণ মৃত্যুর পর ইসরায়েলের মৃত্যুক্ষুধা মিটবে তা কেউ বলতে পারছেন না। জাতিসংঘের মহাসচিব এরইমধ্যেই গাজাকে শিশুদের কবরস্থান (A graveyard for children) বলে উল্লেখ করেছেন। এক মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন দশ হাজারের বেশি ফিলিস্তিনি।