ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহল গাজায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ‘স্থানীয়ভাবে’ যুদ্ধবিরতি করার জন্য ইসরায়েলকে আহ্বান জানাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এই উদ্দেশে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইসরায়েলে যাচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ফিলিস্তিনি ছিটমহলটির বৃহত্তম শহর গাজা ঘিরে ফেলেছে এবং হামাসকে নিশ্চিহ্ন করার কাজ শুরু করেছে।
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। হামাসের যোদ্ধারা তাদের ভূগর্ভস্থ টানেলগুলো থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে ফের লুকিয়ে পড়ছে বলে জানিয়েছে রয়টার্স।
দুই পক্ষের লড়াই চতুর্থ সপ্তাহ পার করার পথে রয়েছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এক মাসের মধ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইসরায়েলে উদ্দেশে রওনা হয়েছেন।