এক দিনের ছুটি শেষে গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কয়টি মূল্যসূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।
এর আগে গত সপ্তাহের শেষ চার কার্যদিবসে টানা ঊর্ধ্বমুখী থাকে পুঁজিবাজার। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বাড়ে লেনদেনের গতি। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দরপতন হয়। যদিও দ্বিতীয় কার্যদিবসে এসে আবার ঊর্ধ্বমুখী ভাব দেখা যায়। পরদিন মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষে লেনদেন বন্ধ ছিল। গতকাল বুধবার লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। এতে শুরুর দিকে ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়।