বিগত ১৩ বছরে বাংলাদেশে জ্বালানি খাতে ইংল্যান্ড, হংকং, নেদারল্যান্ড, আমেরিকা ও চায়নার প্রায় ৩০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ : চায়নার কেস স্টাডি শীর্ষক সিপিডির ভার্চুয়াল ডায়ালগে এসব তথ্য জানানো হয়েছে।
সিপিডি বলছে, বিদেশি বিনিয়োগের বেশিরভাগই হয়েছে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক। অন্যদিকে বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ৩০ শতাংশ ও ২০৪১ সাল নাগাদ ৪০ শতাংশ রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে আগ্রহী। এখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।