চীনে উন্নত চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেনের প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ তৈরি শিল্পে শীর্ষ অবস্থানে থাকা এনভিডিয়াসহ বেশ কয়েকটি কোম্পানি এর আওতায় পড়বে। এটি ৩০ দিনের মধ্যে কার্যকর হলেও এর মধ্যেই এনভিডিয়া বড় ক্ষতির মুখে পড়েছে। এই সিদ্ধান্তের পর শেয়ারের দরপতনের কারণে একদিনেই ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ কোটি ডলারের মূলধন হারিয়েছে এই কোম্পানি।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই প্রযুক্তিগুলো চীনের সামরিক শক্তি বাড়াচ্ছে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক ঘোষণায় বলা হয়। চীনের সঙ্গে ইরান ও রাশিয়াসহ বেশকিছু দেশেও এসব চিপ ও চিপ তৈরির টুল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া চীনের চিপ ডিজাইনার কোম্পানি মুর থ্রেডস ও বাইরেনকে কালো তালিকাভুক্ত করা হয়।