‘খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, বিএনপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে দলে দলে পল্টনে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। একদল নেতাকর্মীকে কাফনের কাপড় পরে সমাবেশে আসতে দেখা গেছে।সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশে ডাক দিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক ৩৬টি রাজনৈতিক দল।
বিএনপির সমাবেশ দুপুর ২টা থেকে শুরুর কথা থাকলেও সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সরেজমিনে দেখা যায়, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের ব্যানার হাতে কাফনের কাপড় পরে সমাবেশস্থলে যোগ দেন একদল নেতাকর্মী। মিছিলে তাদের স্লোগানে স্লোগানে উঠে আসে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগের দাবি।