সনি প্লেস্টেশন এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন সংস্করণ আনতে যাচ্ছে। এটি পিএস৫ স্লিম নামে বাজারজাত করা হবে। সনির পিএস৫-এর নতুন সংস্করণটিতে থাকবে ব্লু-রে ডিস্ক ড্রাইভ ও এক টেরাবাইট স্টোরেজের সুবিধা। পিএস৫ স্লিম মডেলটির ডিজাইন বর্তমান মডেলের চেয়ে আকারে ছোট ও পাতলা হবে। এটি পিএস৫ ও পিএস৫ ডিজিটাল এডিশন উভয় কনসোলেরই জায়গা নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য ভার্জ।
যুক্তরাষ্ট্রে ডিস্ক ড্রাইভসহ নতুন মডেলের দাম পড়বে প্রায় ৫০০ ডলার। পিএস৫ ডিজিটাল এডিশনের দাম প্রায় ৪৫০ ডলার। নতুন এ মডেলের আকার বর্তমান মডেলের চেয়ে ৩০ শতাংশ কম হবে। সনি প্লেস্টেশনের মডেলটিতে ডিস্ক ড্রাইভ সহজেই আলাদা করা যাবে। ডিস্ক ড্রাইভ ছাড়া কিনলে এর দাম পড়বে প্রায় ৪৫০ ডলার। নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু খুচরা বিক্রেতা ও সনির প্লেস্টেশন সাইটে পাওয়া যাবে নতুন মডেলটি। পরের মাসগুলোয় বিশ্বের অন্যান্য দেশেও পাওয়া যাবে প্রডাক্টটি।