মাহমুদউল্লাহকে বাদ দেওয়ায় অবাক হয়েছেন ওয়াসিম জাফর

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১০:৫২

জয়ের রেশ নিয়ে ধর্মশালায় দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের কাছে গতকাল ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে। 


ম্যাচে জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার হলেও ব্যাটিং পিচে বাংলাদেশের এমন পরাজয়ে কিছু প্রশ্ন উঠেছে। ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় তেমনি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছেন ওয়াসিম জাফর। ক্রীড়া ওয়েবসাইটটির ক্রিকেট বিশ্লেষকের মতে, মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়াটা ছিল অবাক করার মতো ঘটনা। মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার বিষয়টি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই পরামর্শক কোচ বলেছেন, ‘টসের সিদ্ধান্তটা বুঝতে পেরেছি। তারা আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে বোলিং করেছে। মাঠে কিছুটা আদ্রর্তার কথা হয়তো ভেবেছিল। দিনের ম্যাচে আপনিও উইকেটে কিছুটা আর্দ্রতার আশা করতেই পারেন। বাংলাদেশের দুর্দান্ত এক পেস বোলিং আক্রমণ রয়েছে। তাই বুঝতে পেরেছি। তবে রিয়াদকে বাদ দেওয়ায় অবাক হয়েছি। ইংল্যান্ডের একাদশে বেশির ভাগ ব্যাটার ডানহাতি। এমন দলের বিপরীতে অফ স্পিনার একাদশে নিয়েছে তারা। মাঠও ছোট ছিল। এমন সিদ্ধান্তে অবাক হয়েছি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us