১৩ বছর পর আইসিসির টুর্নামেন্টে আবার কানাডা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৮:১৭

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নস ট্রফি-প্রতি বছরই কোনো না কোনো আইসিসির টুর্নামেন্ট হয়ে থাকে। তবে আইসিসির এসব টুর্নামেন্ট খেলার সৌভাগ্য কানাডার হয় না বললেই চলে। উত্তর আমেরিকার দলটির কাছে আইসিসি ইভেন্ট যেন ‘অমাবশ্যার চাঁদ’। সেই কানাডা এবার এক যুগেরও বেশি সময় খেলার সুযোগ পেয়েছে আইসিসি ইভেন্টে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা। 


২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হয়েছে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনাল রাউন্ড। আর বারমুডার কাছে ৮৬ রানে হেরে ফাইনাল রাউন্ড শুরু করেছিল কানাডা। সেই কানাডা এরপর ঘুরে দাঁড়ায় খুব দ্রুতই। কেমন আইল্যান্ডের সঙ্গে দুইবারের দেখায় কানাডা জিতেছিল ১০৮ রান ও ১৬৬ রানে। মাঝে পানামাকেও হারিয়েছিল ১৬৩ রানে। শতরানের ব্যবধানে তিন জয়ের পর পানামার সঙ্গে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। নেট রানরেট বাড়ানোর পাশাপাশি কানাডা ৭ পয়েন্ট সংগ্রহ করে ফেলে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us