নতুন স্কুটার আনলো ইয়ামাহা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৭

ভারত-জাপান অংশীদারিত্বে টু-হুইলার ইন্ডাস্ট্রিজে ১৯৮০ সালে বিপ্লব ঘটে ইয়ামাহার। এরপর একের পর এক বাইক-স্কুটার বাজারে এনেছে সংস্থাটি। এবার অ্যারোক্স ১৫৫-এর নতুন মনস্টার এনার্জি মটোজিপি এডিশন লঞ্চ করল ইয়ামাহা।


অ্যারোক্সের এই এডিশনে বিশাল কোনো বদল হয়নি। তবে কসমেটিক এবং ফিচারে কিছু আপগ্রেডেশন করা হয়েছে। অন্যান্য মটোজিপি এডিশনের মডেলের মতো অ্যারোক্স ১৫৫-তেও বিশেষ মনস্টার এনার্জি লিভারি দেওয়া হয়েছে। এটা ইয়ামাহার মটোজিপি রেস বাইক থেকে অনুপ্রাণিত।


নতুন লিভারি ছাড়াও এই মডেলে ক্লাস ডি হেডলাইট লাগানো হয়েছে। এই আলোর তেজ অনেক বেশি। হেডলাইট জ্বাললে রাস্তাঘাট দিনের আলোর মতো দেখায়। অ্যারোক্স পাওয়ারিংয়ে রয়েছে ১৫৫সিসি, ৪ ভালভ, লিকুইড কুলড, ব্লু কোর ইঞ্জিন যা ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন দিয়ে সজ্জিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us