শিশুদের ‘হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ’ কি? প্রতিকার ও প্রতিরোধ

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৭

হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ একটি ভাইরাল ইনফেকশন যেটি সাধারণত শিশুদের মধ্যেই বেশি দেখা যায়। এটি সাধারণত গুরুত্বর রোগ না হলেও অতি সংক্রামক বা ছোঁয়াচে রোগ এবং ৫ বছরের কম বয়সীদের মধ্যে এ রোগে আক্রান্তের হার বেশি বলে জানা গেছে।


সাধারণত গ্রীষ্ম এবং শরতের শুরুতে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।


হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ কি এবং কারণ?


শিশুদের র‌্যাশযুক্ত অসুখগুলোর মধ্যে এই রোগটি অন্যতম একটি রোগ। কক্সেকি নামের এক ধরনের ভাইরাসের কারণে মূলত এ রোগ হয়। এ ছাড়া অন্যান্য ধরনের এন্টারোভাইরাস থেকেও হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ হতে পারে।


এতে আক্রান্ত শিশুর নাকের পানি, লালা, ফোসকা ফাটা পানি, হাঁচি-কাশির মাধ্যমে, এমনকি আক্রান্ত শিশুর পায়খানার মাধ্যমেও অন্যরা সংক্রমিত হতে পারে। এ ছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসলেও এই রোগে সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকে।


ভাইরাসটি শিশুর শরীরে প্রবেশের চার থেকে ছয় দিনের মধ্যে রোগের লক্ষণ দেখা যায়।


হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজের লক্ষণ


হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজে আক্রান্ত শিশুর মধ্যে নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়,



  • জ্বর

  • গলা ব্যথা

  • মাথা ব্যথা

  • অসুস্থবোধ করা

  • জিহবা, মাড়ি এবং গালের ভিতরে ব্যথাযুক্ত ফোস্কার মত র‍্যাশ বা ক্ষত।

  • হাতের তালুতে, তলপেটে এবং কখনও কখনও নিতম্বে ফুসকুড়ি। ত্বকের রঙের উপর নির্ভর করে, ফুসকুড়ি লাল, সাদা, ধূসর হয়ে থাকে।

  • শিশুর মধ্যে অস্থিরতা

  • ক্ষুধামন্দা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us