দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। এরই মধ্যে মাঠে নিজেদের উপস্থিতি জানান দেওয়া শুরু করেছেন তারা। তবে এবার নৌকা প্রতীকের আসনগুলোর চেয়ে মহাজোটের শরিকদের আসনে তাদের চোখ। গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন আওয়ামী লীগ শরিকদের ছেড়ে দিয়েছিল আগামী নির্বাচনে সেসব আসনে দল থেকে প্রার্থী চান তৃণমূল আওয়ামী লীগের নেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। আবার দলের হাই কমান্ড থেকেও প্রার্থীদের বিষয়ে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোন প্রার্থীর কী সমস্যা, কারা জনপ্রিয়, কারা মানুষের কাছে যাচ্ছেন, কারা মানুষ থেকে দূরে রয়েছেন, এলাকায় কার কত গ্রহণযোগ্যতা— এসব বিষয়ে ছয় মাস পরপর খোঁজ-খবর নিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।