আল হিলালে নেইমার পা-ই রেখেছিলেন চোট নিয়ে। সৌদি আরবের ক্লাবটিতে নাম লেখানোর পর হালকা সেই চোট নিয়ে ব্রাজিলের হয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছেন নেইমার। বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের পেলের রেকর্ডও নিজের করে নিয়েছেন।
ব্রাজিলের দায়িত্ব শেষ করে নেইমার ফিরেছেন সৌদি আরবে। আল হিলাল সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের ফুটবলে অভিষেক হয় নেইমারের। সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল রিয়াদের বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা নেইমার অবশ্য গোল না পেলেও গোলে সহায়তা করেছেন।