স্মার্টফোন ব্রান্ড শাওমি দেশের বাজারে গত জুলাই মাসে রেডমি ১২সি উন্মোচন করেছে। ফোনটিতে আকর্ষণীয় ডিসপ্লে, মিডিয়াটেক চিপ ও স্টানিং ডুয়েল ক্যামেরা সেটআপ থাকায় এন্ট্রি লেভেলের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই স্মার্টফোনটিতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে শাওমি বাংলাদেশ।
দুটি ভ্যারিয়েন্টে গ্রাফাইট গ্রে, ওশান ব্লু ও মিন্ট গ্রিন রঙ্গে ফোনটি সারাদেশে শাওমির অথরাইজড ষ্টোর, পার্টনার ষ্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে। ফোনটির ৬জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৫ হাজার ৯৯৯ টাকা। বর্তমান দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ৪জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪ হাজার ৯৯৯ টাকা। বর্তমান দাম ১২ হাজার ৯৯৯ টাকা।