এক সপ্তাহের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক দশমিক ৪৭ বিলিয়ন ডলার কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের গতকাল বৃহস্পতিবার রাতের সাপ্তাহিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৫ সেপ্টেম্বর ২৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার থাকলেও ১৩ সেপ্টেম্বর তা কমে ২১ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত এক বছর ধরেই ধারাবাহিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। আমদানি নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়ার পরও মূলত রেমিট্যান্স প্রবাহে ধীরগতির কারণে রিজার্ভ কমছে।