সরকারের নজরদারির ভয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ভাষণের ভিডিও এড়িয়ে চলছেন তার অনেক সমর্থক। অনেকে সোশ্যাল মিডিয়ায় পিটিআই নেতা নিয়ে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। শুধু তা-ই নয়, তারা পুরনো পোস্টও মুছে ফেলছেন।
সম্প্রতি বিবিসি নিউজের পাকিস্তান সংবাদদাতা ক্যারোলাইন ডেভিসের একটি প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ক্যারোলাইন তার প্রতিবেদনে জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছেন ইমরান খান। কিন্তু এবারের প্রতিক্রিয়া একেবারেই আলাদা।
বলা হচ্ছে, চলতি বছরের ৯ মে এবং গত ৫ আগস্টের মধ্যে যে বিশাল বৈপরীত্য দেখা গেছে। ইমরান খানের প্রথম দফা গ্রেপ্তারের ফলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত রাস্তায় রাস্তায় ভবন পুড়িয়ে দেওয়া হয়েছিল। রাস্তায় নেমে আসা কর্মী-সমর্থকদের মুখে ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান।