সৌদি আরবের ই-ভিসা পাবেন আরও ৮ দেশের নাগরিক

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১৫:২০

আরও আটটি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার কথা জানিয়েছে সৌদি আরব। গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়। 


এই আটটি দেশ হলো আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ। 


এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যেকোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তাঁরা ওমরাহ করতে পারবেন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন। 


‘নতুন আটটি দেশে ই-ভিসা সম্প্রসারিত করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার পথে এবং এখানে আসা দর্শনার্থীদের ভ্রমণ সহজ করায় আরও একটি ধাপ এগিয়ে গেল।’ বলেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us