দুই দলকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতির তাগিদ বিএনপির

সমকাল প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ২৩:০১

গণঅধিকার পরিষদ (নুর) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক হয়। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা খুব দ্রুত সময়ে এক দফা আন্দোলন কর্মসূচি দেওয়ার কথা জানান সমমনা দল দুটিকে। এ সময় তারা সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য দল দুটির নেতাদের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন। তবে কবে নাগাদ এ আন্দোলন শুরু হবে এবং কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেসব বিষয়ে কোনো কথা বলেননি বিএনপি নেতারা।


গণঅধিকার পরিষদের নেতারা বৈঠকে বিএনপি নেতাদের জানান, আন্দোলনের সূতিকাগার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ আন্দোলন শুরু করলে তা দ্রুত সময়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। তাই সব দলের ছাত্র সংগঠনকে একই সময়ে একই স্থানে কর্মসূচি পালন করতে হবে। অন্যদিকে যুগপৎ আন্দোলনের ক্ষেত্রেও একই স্থান থেকে কর্মসূচি পালন করলে সেখানে আলাদা গুরুত্ব পাবে। জবাবে বিএনপি নেতারা এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us