করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিশ্বের বিভিন্ন অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর স্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে, সে কারণে ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করছেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি ব্যক্তি আর করপোরেট প্রতিষ্ঠানগুলোও এই কাজ করে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানা যায়, কর ফাঁকির কারণে প্রতিবছর দেশ ৩৮ কোটি ৭৩ লাখ ডলার বা ৪ হাজার ২২১ কোটি টাকা (১ ডলার সমান ১০৯ টাকা হিসাবে) বঞ্চিত হচ্ছে।