খেলোয়াড়দের গ্রীষ্মকালীন ছুটিটাকে সম্মান করে ইউরোপের ক্লাবগুলো। দলবদল নিয়ে নানা গুঞ্জন চললেও এই সময়ে ফুটবলারদের জ্বালাতন করে না। বরং নিজেদের মধ্যে অর্থাৎ ক্লাব প্রেসিডেন্ট, স্পোর্টিং ডিরেক্টর, কোচ মিলে আলোচনা সেরে রাখার চেষ্টা করে। কিলিয়ান এমবাপ্পের বিষয়ে তেমনিই হয়েছে।
২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করবেন না জানিয়ে পিএসজিকে চিঠি দিয়েছেন ফ্রান্সম্যান। এরপর তার পিএসজি ছাড়া এবং নতুন কোন ক্লাবে যাচ্ছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। এমবাপ্পে ছুটিতে থাকা বিষয়টি নিয়ে পিএসজি তার সঙ্গে সেভাবে আলোচনা করেনি। যদিও মিডিয়া মারফতে জানিয়ে দেওয়া হয়েছিল- ‘হয় চুক্তি নবায়ন করো, নয়তো ক্লাব ছাড়ো।’ সোমবার ছুটি কাটিয়ে পিএসজির ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা তরুণ এমবাপ্পে। তার দলবদল নিয়ে তাই কাউন্টডাউন শুরু হয়ে গেছে।