সরকারি যে প্রতিষ্ঠান থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, সেই ওয়েবসাইটের দুর্বলতার বিষয়ে গত মাসেই সংশ্লিষ্টদের অবগত করা হয়েছিল বলে জানিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ. সার্ট)।
সার্ট’র প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নিয়মিত নজরদারিতে ওই ওয়েবসাইটের দুর্বলতার বিষয়টি তাদের নজরে আসে। জুনের প্রথম সপ্তাহেই চিঠি দিয়ে ওই দপ্তরকে ওয়েবসাইটের দুর্বলতার বিষয়টি জানানো হয়।
“এটা আমাদের নিয়মিত কাজ। একেকটি ওয়েবসাইটের একেকটি সমস্যার বিষয়ে নিয়মতিই এ রকম চিঠি দেওয়া হয়।“
গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়।