ইদানীং তরুণ প্রজন্মের কাছে ফেসবুকের চাহিদা কমেছে। মেট্রো, বাসে চড়লেই চোখে পড়ে ইনস্টাগ্রামের নেশায় বুঁদ হয়ে রয়েছেন যুবক-যুবতীরা। বাসের জন্য অপেক্ষা করার জন্য হোক কিংবা কলেজের ক্লাসরুম, তরুণ-তরুণীদের মুঠোফোনের দিকে তাকালেই দেখা যাবে ইনস্টাগ্রামে রিল দেখতে মগ্ন তাঁরা। কেবল দেখাতেই সীমিত থাকছেন না, তাঁদের মধ্যে বাড়ছে রিল তৈরি করার নেশাও! এই শখ কিন্তু কেবল তরুণদেরই নয়, বয়স্কদের মধ্যেও চোখে পড়ে রিল বানানোর প্রবণতা।
কখনও সমুদ্রের ধারে, কখনও পাহাড়ের চূড়ায়, কখনও আবার নিজের ঘরে বসেই রিল বানাচ্ছেন কত জনে। কেউ বানাচ্ছেন নিছক শখে। কেউ আবার পরিচিতি লাভের আশায় নিয়মিত রিল বানিয়ে পোস্ট করছেন সমাজমাধ্যমের পাতায়। তবে একাধিক রিল বানিয়েও হতাশ হচ্ছেন কেউ কেউ। কিছুতেই বেশি লোকের কাছে পৌঁচ্ছোচ্ছে না সে সব। অনেকের মনে হতেই পারে ইনস্টাগ্রাম বুঝি বড় ক্রিয়েটারদের রিলই বেশি গুরুত্ব দেয়। বিষয়টা কিন্তু মোটেই তা নয়। আপনার অনুরাগীর সংখ্যা ৫০ হোক কিংবা ৫০ লক্ষ— ইনস্টাগ্রামের অ্যালগরিদিম সকলের জন্যই সমান। তা হলে কী করলে আপনার রিল আরও বেশি মানুষের কাছে পৌঁছবে? রইল তার হদিস।