গরমে যেমন লিপস্টিক

সমকাল প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১০:০২

সাজ-পোশাকের সঙ্গে রঙিন ঠোঁট যেন পুরো সাজের পরিপূর্ণতা এনে দেয়। লিপস্টিকের  আলাদা আলাদা রং একজন মানুষকে আলাদাভাবে উপস্থাপন করে। বিশেষজ্ঞদের মতে, যাঁরা লাল রঙের লিপস্টিক পরতে পছন্দ করেন, তাঁরা স্বাধীনচেতা হন। আবার যাঁরা গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করেন, তাঁরা অনেক আবেগি হয়ে থাকেন। সমাজের উল্টো স্রোতে হাঁটতে যাঁরা ভালোবাসেন, তাঁরা নাকি ব্রাউন শেডের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান। শান্তিপ্রিয় মানুষ নুডশেডের লিপস্টিক পছন্দ করেন।


বিয়ে, জন্মদিনসহ যে কোনো অনুষ্ঠান, ভার্সিটি, কর্মক্ষেত্র– সব জায়গাতেই ঠোঁটে লিপস্টিক লাগানোর প্রচলন রয়েছে। চাইলে বাড়িতে থেকেও ঠোঁট রাঙাতে পারেন হালকা রঙের লিপস্টিক অথবা লিপবামে। লিপস্টিকের রং মনকে করে প্রফুল্ল। বলা হয়, নারীদের আত্মবিশ্বাস বাড়াতে লিপস্টিক ভূমিকা রাখে। সামান্য লিপস্টিকের স্পর্শে চেহারার ক্লান্তি, বিষণ্নতা অনেকখানি ঢেকে ফেলা সম্ভব হয় বলেই প্রায় প্রতিটি নারীর হাতব্যাগেই একটি-দুটি রঙের লিপস্টিক পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us