রাজধানীর বসুন্ধরায় আইসিসিবি’র তৃতীয় হলে অনুষ্ঠিত স্মার্ট এক্সপোর স্টলে স্টলে দর্শনার্থীরা ঘুরেছেন। উপস্থাপিত প্রকল্প সম্পর্কে বিশদ জানতে চেয়েছেন। সকাল ১০টায় এক্সপো জোন উন্মুক্ত করার পর থেকেই দর্শনার্থীরা প্রবেশ করছেন। ডিজিটাল বাংলাদেশের সব উদ্ভাবনী উদ্যোগ দেখেছেন।
স্মার্ট এক্সপোর পাশাপাশি সমাপনী দিন শনিবারে (১০ জুন) ৫টি সেশন অনুষ্ঠিত হয়। সেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে করণীয় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারক, নেতা ও আলোচকেরা দিকনির্দেশনা উপস্থাপন করেন।
শনিবার (১০ জুন) সকাল ১১টায় ‘স্মার্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড’, বেলা ১২টায় ‘ফিন্যান্সিং দ্য ফিউচার : ক্যাপিটাল মার্কেট’, দুপুর ১টায় ‘স্মার্ট বাংলাদেশ ইন দ্য আইজ অব ইয়ুথ’, বিকেল ৩টায় ‘স্মার্ট এডুকেশন’ এবং বিকেল ৪ টায় ‘ক্রিয়েটিং সাস্টেইনেবল অ্যান্ড রেসিলেন্ট স্মার্ট সিটিজ : দ্য রোল অব রিয়েল স্টেট’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট খাতের নেতা ও আলোচকেরা এতে অংশগ্রহণ করেন।