অন্যান্য দেশের তুলনায় প্রধানমন্ত্রী জনগণকে ভালো রাখতে পেরেছেন: আবু সাঈদ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ২২:৩৫

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বাঙালির একজন শেখ হাসিনা আছেন। তিনি পরম ধৈর্যশীল, দেশপ্রেম, মানবপ্রেম ও সততার পরীক্ষায় উত্তীর্ণ। তিনি দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও সমস্যার গভীরে প্রবেশ করে সকল সমস্যা মোকাবিলা করার সৎ সাহসের অধিকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তীক্ষ্ণ মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে বাংলাদেশের জনগণকে এখনো অন্যান্য দেশের তুলনায় ভালো রাখতে পেরেছেন। অন্য কোনো সরকার প্রধানের পক্ষে এটি সম্ভব নয়। 


শুক্রবার (৯ জুন) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই উপজেলার আটটি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ১৯৪৫ সালে সমাপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর সমগ্র বিশ্ববাসীর ওপর একযোগে বর্তমান সময়ের মতো দুর্যোগ নেমে আসেনি। মহামারি করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন-পাল্টা স্যাংশন, জ্বালানি তেলের মাত্রা অতিরিক্ত মূল্যবৃদ্ধি, ইউএস-চায়না টানাপোড়েন সব মিলিয়ে মানবজাতির ওপর এক ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে। লাগামহীন মূল্যবৃদ্ধিতে উন্নত, উন্নয়নশীল, স্বল্পোন্নত সব শ্রেণির দেশের জনগণ অস্বস্তিকর কাল অতিক্রম করছে। আমাদের মতো সবেমাত্র নিম্ন মধ্যম আয়ের রাষ্ট্রের মানুষের ভালোভাবে বেঁচে থাকাটা বড় চ্যালেঞ্জ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us