আমি রূপালী ব্যাংকের একজন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু আজ প্রায় ৯ মাস হতে চলল নিয়োগ প্রদানের কোনো খবর নেই। চাকরি পাওয়ার পর একটা প্রাইভেট জব ছেড়ে দিই। ভেবেছিলাম, আমার তো একটা চাকরি হয়েছে। অন্য কেউ আমার জায়গায় সুযোগ পাক। কিন্তু কে জানত, সেটা এত বড় ভুল সিদ্ধান্ত হবে? আমার মতো অনেকেই সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অন্য চাকরিতে প্রবেশ করেননি বা ছেড়ে দিয়েছেন। অনেকে সম গ্রেড বা নিচের গ্রেডের চাকরিতে ভাইবা দেননি। তাঁরা সবাই এখন ভুক্তভোগী।