বাজেট যেমন হল

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৯:৫৮

নিত্যপণ্যের দামে কিছুটা ছাড় পাওয়া গেল কি না, এটুকুর বাইরে বাজেট নিয়ে আমজনতার বিশেষ আগ্রহ সাধারণত থাকেনা। জিডিপি-র মারপ্যাঁচ, আয় কম আবার ব্যয় বেশি তাই রাজকোষ ঘাটতি, বিনিয়োগে হযবরল অবস্থা ইত্যাদি নিয়ে খামখা রাতের ঘুম নষ্ট করে কে? এবারের বাজেটে ঠিক এমনটাই ঘটেছে। সাধারণ মানুষের আগ্রহ একদম কম ছিল না, কারণ তারা জানে তাদের কথা ভাববার শাসন ব্যবস্থা বাংলাদেশে নেই। এমনকি নির্বাচনী বছরের বাজেটেও জনতুষ্টির চেষ্টা করেন নি অর্থমন্ত্রী।


বাজেট মানে সরকারের জমা-খরচের হিসাব। বাজেট মানেই, কিছু বাড়লে অন্য কিছু কমবে। সেই নিরীখেই বিচার করতে হবে বাজেটকে। বাংলাদেশের কর প্রথা ভয়ংকর নির্বতনমূলক। পরোক্ষ করের ওপর নির্ভরশীল রাজস্ব ব্যবস্থায় গরিব মানুষকে কর দিতে হয় এবং হিসেব করলে ধনীদের চাইতে বেশিই দিতে হয়। উৎপাদন শুল্ক, বিক্রয় কর, ভ্যাট বা মূল্য সংযোজন করের মতো পরোক্ষ কর গরিব-বড়লোক দেখে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

৩০ কোটি টাকায় জলাবদ্ধতা দূর করতে চায় চসিক!

সমকাল | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ বছর, ৫ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us