ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি: তথ্যমন্ত্রী

আজকের পত্রিকা প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৪:২৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন, অন্য কোনো সরকার তা করেনি।’


আজ মঙ্গলবার ঢাকায় ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করেছে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সত্যিকারের পরহেজগার মানুষ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে মদ-জুয়ার অপসংস্কৃতি থেকে রক্ষা করেছেন।


সাবেক দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচএম এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মুলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us