সন্ধ্যামালতী, বনকুন্তলা, বেণুকা, রূপমঞ্জরীসহ বহু রাগের অনবদ্য পরিবেশনায় ছুটির দিনের সন্ধ্যায় মূর্ত হয়ে ওঠে দ্রোহ ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একই সঙ্গে রাগাশ্রয়ী গজল, ভজন আর প্রেমের গানে আসর অনন্য করে তোলেন শিল্পীরা।