মাত্র সাত দিনে পৃথিবীর সপ্তাশ্চর্য পরিদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন জেমি ম্যাকডোনাল্ড ওরফে অ্যাডভেঞ্চারম্যান। ঘোরাঘুরি জেমির কাছে নতুন কিছু নয়। বিশ্বের নানা প্রান্তের দর্শনীয় জায়গাগুলো দেখতে তিনি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ঘুরে বেড়িয়েছেন এবং ব্যাংকক থেকে সাইকেলে করে যুক্তরাজ্যে নিজের বাড়িতে পৌঁছেছেন। ভ্রমণের প্রতি দুর্দমনীয় নেশার জন্যেই তার নাম দেওয়া হয়েছে 'অ্যাডভেঞ্চারম্যান'। খবর ইউরোনিউজ ডট ট্রাভেল-এর।
যদিও জেমির ভাষ্যে, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবীর সপ্তাশ্চর্য দেখে ফেলেছেন। "আমি নিজের গায়ে চিমটি কেটে বুঝার চেষ্টা করছি যে এটা সত্যি"- বলেন জেমি।
"এই সাত দিনের ব্যবধানে আমি বোধহয় ১২ ঘণ্টা ঘুমিয়েছি। এটা ছিল স্বপ্নের মতো। আমার শুধু মনে হচ্ছে, এটা কি আসলেই ঘটেছে?" বলেন জেমি ম্যাকডোনাল্ড।