ডলফিনেরা মানুষের সঙ্গ পেতে হাজির হয় যে সৈকতে

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১৬:৩৮

খুব কাছ থেকে প্রাকৃতিক পরিবেশে ডলফিনদের দেখতে চান? তাহলে আপনার জন্য আদর্শ জায়গা মাংকি মিয়া। অস্ট্রেলিয়ার এই সৈকতে প্রতিদিন নিয়ম করে হাজির হয় ডলফিনেরা। সৌভাগ্যবান হলে এমনকি তাদের খাওয়াতেও পারবেন।


পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলের মাংকি মিয়ার বন্য ডলফিনেরা মানুষের সংস্পর্শে আসা শুরু করেছে আজকাল নয়, অর্ধ শতাব্দী আগে থেকে। অবশ্য এমনিতেও ডলফিনেরা মানুষকে পছন্দই করে। ১৯৬০-এর দশকে স্থানীয় জেলেরা এদের দিকে মাছ ছুড়ে দিতে শুরু করলে মানুষের সঙ্গে অভ্যস্ত হতে শুরু করে। বন্ধুভাবাপন্ন বটলনোজ ডলফিনেরা মাংকি মিয়া সৈকতের আশপাশে ভিড় জমায়, খবরটা একপর্যায়ে আশপাশের এলাকার মানুষ এমনকি পর্যটকদেরও কানে পৌঁছে যায়। ডলফিনদের খাবার খাওয়াতে সৈকতটিতে ভিড় জমাতে লাগলেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us