খাঁটি খুঁটির চক্করে নির্বাচন আন্দোলন

দেশ রূপান্তর মোস্তফা কামাল প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১৬:১৩

সরকারকে যারা নড়বড়ে ভাবছেন, তারা ভুলের ঘোরে ঘুরছেন। বক্তব্যটি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিএনপিকে উদ্দেশ্য করে তার এ বক্তব্য। দলটির নেতাদের গত ক’দিনের কড়া কথার জবাবে তার এ চড়া জবাব। আর শান্তি সমাবেশ না করে উচিত শিক্ষা দেওয়া শুরু করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না এ কথা আগেই বলে রেখেছেন ওবায়দুল কাদের।


এর বিপরীতে হাতে আর তেমন সময় নেই, সময় থাকতে মানে মানে সরকারকে দ্রুত সেফ এক্সিট নেওয়ার আহ্বানের কাজটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ক’দিন অবিরাম বলছেন। নইলে আন্দোলন যেভাবে ‘তীব্র থেকে তীব্রতর’ হচ্ছে এর তাপে-চাপে সরকার পালানোর পথ পাবে না বলে সতর্কবার্তাও দিচ্ছেন। বাকপটু ব্যারিস্টার রুমিন ফারহানাসহ দলটির কয়েক নেতার আওয়াজ আরও গরম। তারা বলে বেড়াচ্ছেন, সরকারের সময় শেষ। এ সরকার ক্ষমতায় আছে আর মাত্র দুতিন মাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us