ঘূর্ণিঝড়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি স্কুল ভবনের ছাদ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চার শিশুসহ ৬ জন। গতকাল সোমবারের (২৩ মে) এই দুর্যোগে গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন।
এপির খবরে বলা হয়, দেশটির পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণীকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে স্কুলের ইস্পাতের ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছয় জন। এদের মধ্যে চার শিশু ছাড়াও রয়েছেন একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মী।
সংবাদমাধ্যম জানাচ্ছে, নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।