এবার জিমেইলেও নীল রঙের যাচাইকরণ টিক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৬:১৭

গুগল এমন এক জিমেইল ফিচার চালু করছে, যা ব্যবহারকারীকে কোনো প্রেরক আসল অথবা ভুয়া কি না, ওই বিষয়টি নির্ধারণে সহায়তা দেবে।


নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কোনো যাচাইকৃত কোম্পানির কাছ থেকে ইমেইল বার্তা পেলে, সেটির নামের পাশে একটি নীল রঙের টিক চিহ্ন দেখা যাবে।


গুগলের ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন (বিআইএমআই)’ প্রযুক্তির সর্বশেষ বাস্তবায়ন নতুন এই আপডেট। ২০২০ সালে জিমেইল-এ এই প্রযুক্তির পরীক্ষা শুরু করে গুগল। প্রাথমিকভাবে, ‘বিআইএমআই’ তালিকাভুক্ত বিভিন্ন ব্র্যান্ড এতে নিজেদের ইমেইল বার্তায় যাচাইকৃত লোগো যুক্ত করার সুযোগ পায়। আর নীল রঙের টিক চিহ্ন ‘সম্ভবত প্রেরকের বৈধতার তুলনামূলক স্পষ্ট সূচক’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তবিষয়ক সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us