বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কর্মীদের বিদেশে কাজের জন্য যাওয়ার ব্যয় তুলনামূলকভাবে বেশি। বিশেষত স্বল্প দক্ষ কর্মীদের ক্ষেত্রে খরচ অনেক বেশি। উচ্চমাত্রার ব্যয় অভিবাসনের অর্থনৈতিক সুবিধা সীমিত করছে। বিশ্বব্যাংকের সর্বশেষ বিশ্ব উন্নয়ন প্রতিবেদনে এমন পর্যালোচনা রয়েছে। অবশ্য বিদেশে কর্মী পাঠানোর কারণে বাংলাদেশের অর্থনীতি কীভাবে উপকৃত হয়েছে, সেই বিশ্লেষণও প্রতিবেদনে রয়েছে।
মঙ্গলবার ওয়াশিংটন থেকে ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট-২০২৩’ প্রকাশিত হয়েছে। এটি বিশ্বব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক প্রকাশনা। প্রতিবেদনের এবারের বিষয়– অভিবাসন, শরণার্থী ও সমাজ। এতে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রসঙ্গ রয়েছে।