সিডনিকে হটিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনবহুল শহরের খেতাব পেয়েছে মেলবোর্ন। সীমান্তে পরিবর্তনের ফলে এই পরিবর্তন হয়েছে। ১০০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর ছিল সিডনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মেলবোর্নে দ্রুত বাড়ছে জনসংখ্যা। মেল্টন এলাকায় শহরটি বিস্তৃত হয়েছে। ২০২১ সালের জুন মাসের সরকারি তথ্য অনুসারে, মেলবোর্নের সংখ্যা ৪৮ লাখ ৭৫ হাজার ৪০০ জন। যা সিডনির তুলনায় ১৮ হাজার ৭০০ জন বেশি।