বিং সার্চ ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করায় ৪০ হাজার ডলার পুরস্কার দিল মাইক্রোসফট

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ১৩:৩৩

গত জানুয়ারিতে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছিল সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান উইজ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই সার্চ ফলাফল পরিবর্তন করে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করতে পারতেন। আর তাই বিষয়টি দ্রুত মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারকে (এমএসআরসি) জানানো হয়। বিষয়টি জানতে পেরে গত ২৯ মার্চ এই ত্রুটির সমাধান করেছে মাইক্রোসফট। শুধু তা–ই নয়, বিং সার্চ ইঞ্জিনের ত্রুটি শনাক্ত করায় উইজকে ৪০ হাজার ডলার পুরস্কারও দিয়েছে প্রতিষ্ঠানটি।


এক টুইট বার্তায় উইজের গবেষক হিল্লাই বেন-সেসন জানান, বিংয়ের কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই সার্চ ইঞ্জিনটির অনুসন্ধান ফলাফল পরিবর্তন করা যেত। শুধু তা–ই নয়, ক্রস-সাইট স্ক্রিপ্টিং (এক্সএসএস) বিষয়েও নিরাপত্তা দুর্বলতা থাকায় আউটলুক, ক্যালেন্ডার অ্যাপের পাশাপাশি অফিস৩৬৫ সফটওয়্যারের বিভিন্ন তথ্যও জানা যেত। ফলে লাখ লাখ ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারতেন হ্যাকাররা।


বিং সার্চ ইঞ্জিনের ত্রুটি শনাক্ত হওয়ার পরও এত দিন বিষয়টি স্বীকার করেনি মাইক্রোসফট। অর্থাৎ ত্রুটি সমাধানের আগেই গত ফেব্রুয়ারিতে ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us