যুক্তরাষ্ট্রে ব্যাংক পতন ও অনিয়ন্ত্রিত আর্থিক খাত

দেশ রূপান্তর অন্জন কুমার রায় প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১১:০৭

করোনা মহামারীর নেতিবাচক প্রভাব শেষ হতে না হতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তাই বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাবে সারা বিশ্বে মূল্যস্ফীতি দেখা দেয়। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে। যার উদ্দেশ্য হলো, অর্থনীতিতে মুদ্রার সরবরাহ হ্রাস করা। সেজন্য নীতি সুদহার বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক গত বছর আট ধাপে নীতি সুদহার বাড়ায়। এতেই দেখা দিয়েছে বিপত্তি। যার ফলে সিলিকন ভ্যালি (সিভি) ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের পতন ঘটে। মাত্র দু’দিনের ব্যবধানে দুটি ব্যাংকের পতন।


প্রযুক্তিনির্ভর ঋণ প্রদানের ক্ষেত্রে অন্যতম সিভি ব্যাংক। বিনোদনমূলক কন্টেন্ট ও ডেলিভারি সেবাদাতা হিসেবে প্রযুক্তিনির্ভর স্টার্টআপগুলো প্রচুর মুনাফা করে। বিপুল পরিমাণ মুনাফা করায় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেয়।


ফলে তাদের বড় পুঁজির প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে সিভি ব্যাংক প্রযুক্তিনির্ভর স্টার্টআপগুলোতে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে। ঋণের সিংহভাগ অর্থ ব্যাংকটি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করেছিল। এ খাতে বিনিয়োগের আস্থা তৈরি হওয়ায় ব্যাংকটিতে আমানতের পরিমাণও বেড়ে গিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us