ডায়াবেটিস রোগীর মধ্যে রোজা রাখা যাদের জন্য ঝুঁকিপূর্ণ

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১৯:১৪

ডায়াবেটিস রোগীর সংখ্যা বিশ্বজুড়েই বাড়ছে। পরিসংখ্যান বলছে, বিশ্বে ১৫০ মিলিয়ন মুসলিম নর-নারী ডায়াবেটিসে আক্রান্ত। রমজানে এদের মধ্যে অসংখ্যজনই রোজা রাখবেন। কারো কারো জন্য রোজা ঝুঁকি তৈরি না করলেও অনেকে পড়তে পারেন ঝুঁকিতে। রোজা রাখায় ডায়াবেটিস রোগীর জীবনের ঝুঁকি সৃষ্টি হওয়ার যাদের আশঙ্কা রয়েছে, তাদের রোজা না রাখাই উত্তম। এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। দীর্ঘ সময় না খেয়ে থাকায় ডায়াবেটিস রোগীর বিপাকীয় কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে।


ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে অথবা বেড়ে যেতে পারে। কখনো কখনো কিটো-এসিডোসিস নামক এক জটিলতা তৈরি হতে পারে। এছাড়া গরম আবহাওয়ায় দীর্ঘ সময় পানি পান না করায় পানিশূন্যতা দেখা দিতে পারে। এতে ডায়াবেটিস রোগীর রক্তের ভেতরে থ্রম্বোসিস তৈরির ঝুঁকি বেড়ে যেতে পারে। তবে এসব জটিলতা নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। রোগীর বয়স, ডায়াবেটিসের ধরন, ডায়াবেটিসের সময়কাল, অন্যান্য রোগব্যাধি, বিশেষ করে কিডনি রোগের উপস্থিতি, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওষুধ, ইনসুলিনের মাত্রা, শরীরচর্চার ধরন ও সময়কাল ইত্যাদি। এছাড়া রোগীর রক্তে চিনির মাত্রা কমে যাওয়ার প্রবণতা ও তা কমে গেলে উপলব্ধি করার ক্ষমতা থাকা বা না থাকার ওপর জীবনের ঝুঁকি নির্ভর করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us