ছবির ঘোষণার পর কেটেছে প্রায় এক বছর। প্রতীক্ষার অবসান। অবশেষে ‘চেঙ্গিজ’ রূপে বড় পর্দায় হাজির হচ্ছেন জিৎ। ছবি মুক্তি পাচ্ছে আগামী ইদে। কিন্তু তার আগেই নতুন নজির সৃষ্টি করল রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি।
সাধারণত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কিছু দিন পর টলিপাড়ার ছবি হিন্দি ভাষায় মুক্তি পায়। কিন্তু এই প্রথম কোনও বাংলা ছবি একই সঙ্গে বাংলা এবং হিন্দিতে মুক্তি পেতে চলেছে এবং একই দিনে। মঙ্গলবার সকালে এই মর্মে নির্মাতারা সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে লেখা হয়েছে, ‘‘এটা ঘোষণা করতে পেরে আমরা উচ্ছ্বসিত যে, ‘চেঙ্গিজ়’ই প্রথম বাংলা ছবি যেটা বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে।’’ আরও পড়ুন: উনি চুক্তিভঙ্গ করেছেন! কৌশিকের বিরুদ্ধে অভিযোগ টলিপাড়ার পরিচালকের, কী বললেন অভিনেতা? ক্যামেরার সামনেই লাথি আলোকচিত্রীকে! কোন আক্রোশে এমন কাজ করলেন রণবীর? এই ছবির প্রযোজক জিতের প্রযোজনা সংস্থা (গ্রাসরুট এন্টারটেনেমন্ট)।