নিষেধাজ্ঞা নিয়ে র্যাবের ঘাবড়ানোর কিছু নেই : প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১৪:২০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এ বাহিনীর কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ বিষয়ে কারো মনোকষ্ট হওয়া উচিত না। আমরা জানি, কিছুদিন আগে একটি দেশ র্যাবের ওপর একটি নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিল। আমি বলেছিলাম, এখানে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এটি আমাদের দেশ।