সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে শেষ তিন ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গতকাল শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে গোলখরা ঘোচালেন এ পর্তুগিজ তারকা। ৩৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করেন ৩৮ বছর বয়সী রোনালদো। ঘরের মাঠ মর্সুল পার্কে ২-১ গোলে আভাকে হারিয়েছে আল–নাসর। একই সঙ্গে শীর্ষে থাকা আল–ইতিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১–এর বেশি বাড়তে দিল না দলটি।