রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হালকা হয়েছে। আজ রোববার ( ১৯ মার্চ) ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কোথাও টানা, আবার কোথাও থেমে থেমে, হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।