ভুল নীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে। সংকট থেকে উত্তরণে আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ খুব একটা কাজে আসবে না। এতে সরকার হয়তো সাময়িক স্বস্তি পাবে। তবে ঋণের দায় পরিশোধ ও শর্তপূরণে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়বে। সার্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি জনগণকে ভোগাবে।